লামা প্রতিনিধি,হিলবিডিটোয়েন্টিফোর ডটকম
বান্দরবানের লামা উপজেলায় মো. মামুন (১১) নামে এক মাদ্রাসা ছাত্র গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। মামুন লামা পৌরসভার ২নং ওয়ার্ড বাজার পাড়ার মো. মিল্লাদ উদ্দিনের ছেলে ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের দারুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।
থানায় সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি সকাল ৭টার দিকে মামুন মাদ্রাসায় যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি। বহু খোঁজাখুঁজির পরও কোন সন্ধান না পেয়ে বাবা মিল্লাদ উদ্দিন গত মঙ্গলবার রাতে লামা থানায় সাধারন ডায়েরী করেন (ডায়েরী নং-১০৯৭, তাং- ২৭/০১/২০১৫ইং)। মামুনের উচ্চতা আনুমানিক ৪ ফুট, গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, গায়ে সাদা পাঞ্জাবী ও পরনে লুঙ্গি ছিল। মাথায় কাটা দাগ আছে। কেউ মামুনের সন্ধান পেলে ০১৮৫৯-৬৮১১১৯ নং মোবাইল ফোনে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে লামা থানা অফিসার ইনচার্জ মো. সিরাজূল ইসলাম বলেন, মাদ্রাসা ছাত্র মামুন নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরী করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.