বান্দরবান প্রতিনিধি,হিলবিডিটোয়েন্টিফোর ডটকম
বান্দরবানের লামায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তির নাম শিবাজি (৫৫)। বুধবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা পাড়ার পুলিশ ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে শিবাজি ক্যাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তার চলাফেরায় সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভারতের নাগরিক বলে স্বীকার করেছেন।
আটককৃত ওই নাগরিকের বাড়ি ভারতের হায়দারাবাদ জেলার চাকুরা থানার গরোণ গাও গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ওই নাগরিকের বিরুদ্ধে লামা থানায় অবৈধ অনুপ্রবেশের আইনে একটি মামলা হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.