স্টাফ রিপোর্টার,হিলবিডিটোয়েন্টিফোর ডটকম
রাঙামাটির নানিয়ারচর উপজেলার কেঙালছড়ি এলাকা থেকে রোববার মোটর সাইকেল চালকের মৃত দেহ উদ্ধার করেছে। নিহতের নাম চন্দন কুমার ত্রিপুরা (৩০)।
পুলিশ জানায়.রোববার রাঙামাটি-খাগড়াছড়ির সীমান্তবর্তী নানিয়ারচর উপজেলা কেঙালছড়ি এলাকায় মোটর সাইকেল চালক চন্দন কুমার ত্রিপুরার লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। পরে নানিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চন্দনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। কিছুুদিন আগে চন্দন খাগড়াছড়ি জেলা নিখোঁজ হন বলে জানা গেছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত মোটর সাইকেল চালক চন্দনের লাশ তার এক ভাই পরিচয় নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.