স্টাফ রিপোর্টার হিলবিডিটোয়েন্টিফোর ডটকম
রাঙামাটির কাউখালী উপজেলায় আজ শুক্রবার(২৫ অক্টোবর) সকালে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার দিকে কাউখালী উপজেলা সদরে পোড়া মাঠ থেকে বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ-মিছিল বের করে। এ সময় উপজেলা সদরের রাঙ্গিপাড়া ঘুরে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সের শেষ মাথায় মিছিলটি আসলে ইমনের ফার্নিচার দোকান থেকে মিছিলকে লক্ষ্য করে ঢিল ছুড়ে। এসময় মিছিলকারীরা উত্তেজিত হয়ে ইমনকে মারধর করে। এক পর্যায়ে বিএনপি-আওয়ামীলীগের মধ্যে সংর্ঘের রুপ নেয়। এতে প্রায় দুঘন্টাব্যপাী পুরো উপজেলা সদর এলাকা রণেেত্র পরিণত হয়। পুলিশ পরিস্থিতি শান্ত করতে মাঠে নামে। এসময় দুই গ্র“পের মধ্যে সংঘর্ষেকালে ইটের আঘাতে এক পুলিশ সদস্য অংগ্যা মারম্ াআহত হয়। এছাড়া সংঘর্ষে বিএনপির ৬ জন এবং আওয়ামীলীগের ২ জন আহত হয়েছে। আহরা হলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মমিনুর করিম, যুবদল কর্মী আব্দুল কালাম, মোঃ বেলাল উদ্দীন, মো রাশেদ, চাইলাপ্র“ মারমা, নাজিম উদ্দীন, আওয়ামীলঘি কর্মী ইমন হোসেন। আহতের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া পর ছেড়ে দেয়া হলেও আওয়ামীলীগ কর্মী ইমন হোসেন ও ছাত্রদল কর্মী নাজিম উদ্দীনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শ্যামল কান্তি বড়–য়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষে পুলিশের এক সদস্য সামান্য আহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/এনএ.