বান্দরবান প্রতিনিধি, হিলবিডিটোয়েন্টিফোর ডটকম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বান্দরবানের রাম জাদীর বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৌদ্ধ ধর্মালম্বীরা।
বান্দরবান প্রেস কাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে বৌদ্ধ ভিুরা ছাড়াও বৌদ্ধ দায়-দায়িকারা অংশ নেন। এসময় মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন বাছা মং, ইউপি চেয়ারম্যান সাথোইছিং, মং শৈ প্রু প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেন বৌদ্ধ ধর্মালম্বীরা।
সমাবেশে বক্তারা বিজিবির সেক্টর সদর দপ্তর স্থাপনের জন্য অধিগ্রহণ করা ভূমি বাতিল করে অন্যত্র জমি অধিগ্রহণ করার দাবি জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.