বান্দরবান প্রতিনিধি,বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম
আগামী ৩০ অক্টোবর থেকে বান্দরবানে মাস ব্যাপী শুরু হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় ফুটবল লীগ ২০১৪।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়ীত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পির সার্বিক সহযোগীতায় ও অর্থায়নে বান্দরবান ষ্টেডিয়ামে মাস ব্যাপী এ ফুটবল লীগ শুরু হবে। এতে উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
আগামী ৩০ অক্টোবর উদ্বোধনী খেলা হবে রোয়াংছড়ি উপজেলা ক্রিড়া সংস্থা বনাম মধ্যম পাড়া একাদশের মধ্যে। ৩১অক্টোবর সম্প্রীতি বান্দরবান ফুটবল ক্লাব বনাম বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। ১ নভেম্বর বান্দরবান জেলা পুলিশ দল বনাম আলআমিন ক্লাব। ২ নভেম্বর আর্মি পাড়া একাদশ বনাম তাইদংক্লাব। ৩রা নভেম্বর রোয়াংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা বনাম নাইক্ষংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা। ৪ নভেম্বর সম্প্রীতির বান্দরবান ফুটবল ক্লাব বনাম লামা উপজেলা ক্রীড়া সংস্থা। ৫ নভেম্বর মধ্যম পাড়া একাদশ বনাম আল আমিন ক্লাব। ৬ নভেম্বর বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড নকলেজ বনাম তাইদাং ক্লাব। ৭ নভেম্বর বান্দরবান জেলা পুলিশ দল বনাম নাইক্ষং ছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা। ৮ নভেম্বর আর্মি পাড়া একাদশ বনাম লামা উপজেলা ক্রিড়া সংস্থা ৯ ই নভেম্বর রোয়াংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা বনাম আল আমিন ক্লাব। ১০ নভেম্বর সম্প্রীতি বান্দরবান ফুটবল ক্লাব বনাম তাইদং ক্লাব।১১ নভেম্বর মধ্যম পাড়া একাদশ বনাম বান্দরবান জেলা পুলিশ দল। ১২ নভেম্বর বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বনাম আর্মি পাড়া একাদশ। ১৩ নভেম্বর রোয়াংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা বনাম বান্দরবান জেলা পুলিশ দল। ১৪ ই নভেম্বর সম্প্রীতি বান্দরবান ফুটবল ক্লাব বনাম আর্মিপাড়া একাদশ। ১৫ নভেম্বর আলআমিন ক্লাব বনাম নাইক্ষংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা। ১৬ নভেম্বর তাইদং ক্লাব বনাম লামা উপজেলা ক্রীড়া সংস্থা। ১৭ নভেম্বর নাইক্ষংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মধ্যম পাড়া নএকাদশ। ১৮ নভেম্বর লামা উপজেলা ক্রীড়া সংস্থা বনাম বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
২১ নভেম্বর সেমিফাইনালে খেলবেন কেউক্রাডং গ্রুফ চ্যাম্পিয়ন বনাম তাজিংডং গ্রুফ রানারস আপ। ২২ নভেম্বর ৩য়ও ৪তুর্থ সাথান নির্ধারনী এবং ২৭ শে নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় ফুটবল লগি ২০১৪ এর সদস্য সচিব বাবু লক্ষি পদ দাশ জানান খেলার সার্বিক সহযোগীতার জন্য ৩ সদস্য বিশিষ্ট পৃষ্টপোষক,৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্য বিশিষ্ট পার্বত্য মন্ত্রনালয় ফুটবল লীগ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.