বান্দরবান প্রতিনিধি,হিলবিডিটোয়েন্টিফোর ডটকম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে রাবার বাগানের দুই শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহৃতরা হলেন মোঃ জালাল উদ্দিন (৩০) ও আবদুল কাদের (২৭)। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বড়ইচর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর রাতে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বড়ইচর এলাকার বাবুল কোম্পানীর রাবার বাগানে হানা দিয়ে বাগানে কর্মরত মোঃ জালাল উদ্দিন ও আবদুল কাদেরকে অপহরণ করে নিয়ে যায়। সকালে ওই এলাকায় পুলিশ গিয়েছে।
অপহৃত আবদুল কাদেরের মা আয়েশা খাতুন জানান, অপহরণকারীরা তাদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.