বান্দরবান প্রতিনিধি, হিলবিটোয়েন্টিফোর ডটকম
বান্দরবান সদর উপজেলার হাফেজ ঘোনার হিলটপ রেস্ট হাউস পৌর এলাকায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম সালমান (২০)। সে মৃত যুবকের পিতার নাম মোঃ হারুনুর রশিদের ছেলে।
বান্দরবান সদর থানার এস আই মাহ্বুুর রহমান জানান,মঙ্গলবার সকাল প্রায় ১০টায় দিকে পুলিশকে খবর দেয়ার পর ঘটানাস্থল থেকে সালমান নামের গলয় ফাস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ প্রাথমিক ধারন করছে সালমান হয়ত বা রাতে গলায় ফাঁস লাগিয়ে নিজে আত্নহত্যা করেছে। সময় বিলম্বিত হওয়ায় তার পা মাটির সাথে লেগেছে। এর পরও ময়না তদন্তের রির্পোট হাতে না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, রির্পোট পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.