আলীকদম প্রতিনিধি,হিলবিডিটোয়েন্টিফোর ডটকম
বান্দরবানের আলীকদমে চৈক্ষং ইউনিয়নের মৈত্রী বৌদ্ধ বিহারে শুক্রবার ৬ষ্ঠ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠাে বৌদ্ধ পূণ্যার্থীদের ঢল নামে। দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে ছিল ভিক্ষু সংঘের পিন্ডদান, বুদ্ধ পূজা, সুত্রপাঠ, মোমবাতি প্রজ্জ্বলন, অষ্টপরিস্কার, মহা সংঘদান, মঙ্গলাচরণ পাঠ।
বিহার প্রাঙ্গনে ধর্ম সভায় ভিক্ষু সংঘের প্রধান ধর্মীয়গুরু হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম মালীপ্রু পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আগাসামী মহাথের। এ সময় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাইন থপ ¤্রাে। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা যতিন্দ্র চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সচিন্দ্র চাক্মা ও সত্যব্রত চাক্মা অনুষ্ঠানের শুরুতে দানীয়বস্তুয়াদি উৎসর্গ ও সমবেত প্রার্থনা করেন উপাসক-উপাসিকগণ। অনূষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী উপাসক-উপাসিকাগণ ভিক্ষুসংঘের ধর্ম দেশনা শ্রবণে সমবেত হন।
সমবেত পূণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্ম দেশনাকালে ভিক্ষুসংঘ মহামানব গৌতম বুদ্ধের নীতি-আদর্শ মেনে চলার আহ্বান জানান এবং ভিক্ষুসংঘ দানোত্তম কঠিন চীবর দানের ফল বর্ণনা দেন। গৌতম বুদ্ধের প্রবর্তিত নিয়মে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাব্রত পালন শেষে পূণ্যার্থীরা আশ্বিনী পূর্ণিমা থেকে কার্ত্তিক পূর্ণিমা সময়ের মধ্যে বিভিন্ন বৌদ্ধ বিহারে এ কঠিন চীবর দান উদ্যাপন করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.